জেএনইউ-এর নাম বদলে মোদির নামে রাখার প্রস্তাব বিজেপি নেতার
১৮ আগস্ট ২০১৯ ১৩:১৪
ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)-এর নাম বদলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে রাখার দাবি জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্য হংস রাজ হংস। যা নিয়ে ইতোমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) দিল্লির এই বিশ্ববিদ্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে হাজির হয়েছিলেন উত্তর-পশ্চিম দিল্লি কেন্দ্র থেকে জয়ী সংসদ সদস্য হংস রাজ। সেখানেই প্রধানমন্ত্রীর প্রশংসা করে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার সিদ্ধান্তকে বাহবা জানান।
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)
তিনি বলেন, ‘৩৭০ ধারা উঠে যাওয়ায় কাশ্মীর এবার আক্ষরিক অর্থেই স্বর্গে পরিণত হবে। প্রার্থনা করি, সকলে শান্তিতে থাকুক। ভালো থাকুক। আর কোনো বোমাবাজি যেন না হয়।’
এরপর জওহরলাল নেহরুর নাম সরিয়ে মোদির নামে বিশ্ববিদ্যালয়ের নামকরণের পরামর্শ দেন তিনি। তিনি বলেন, ‘তিনি (নরেন্দ্র মোদি) যা করেছেন, প্রত্যেকেই প্রশংসা করছেন। তাই তো সবাই বিশ্বাস করে মোদি থাকলে সবই সম্ভব। সুতরাং তার নামেও তো কিছু হওয়া উচিত। জেএনইউ বদলে এমএনইউ হয়ে যাক।’