Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাবারের খোঁজে লোকালয়ে আসা হাতির আক্রমণে একজনের মৃত্যু


১৮ আগস্ট ২০১৯ ১৬:০৯

চট্টগ্রাম ব্যুরো: খাবারের খোঁজে লোকালয়ে আসা হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার ভোরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ গ্রামে এই ঘটনা ঘটেছে।

মৃত আবদুল মোতালেব (৬৮) আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামের মৃত আবদুল আউয়ালের বড় ছেলে। এক ছেলে ও তিন মেয়ের বাবা মোতালেব স্থানীয় একটি মসজিদে ইমামতি করেন।

মোতালেবের ছোট ভাই আব্দুল হালিম সারাবাংলাকে জানান, ভোরে বহদ্দার বাড়ি জামে মসজিদে ফজরের আজান দিয়ে মোতালেব ঘরে যান। ঘরে কিছুক্ষণ সময় কাটিয়ে তিনি পুনরায় নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। পথে হাতির দল তাকে আক্রমণ করে। একটি হাতি তাকে শুঁড় দিয়ে তুলে ছুড়ে মারে।

গুরুতর আহত অবস্থায় মোতালেবকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে এবং পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চমেক হাসপাতালে সকাল ১১টার দিকে তিনি মারা যান।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, ‘খাবারের সন্ধানে প্রায়ই পাহাড় থেকে হাতি লোকালয়ে চলে আসছে। হাতিগুলো মানুষের ঘরবাড়ি, ফসলের ক্ষেতে আক্রমণ করছে। আজ (রোববার) হাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে। বন বিভাগকে বলা হয়েছে। তারা হাতিগুলো বনে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে।’

চট্টগ্রাম লোকালয় হাতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর