Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্মসৃজন প্রকল্পে দুর্নীতির অভিযোগ, ২১ জেলায় দুদকের অভিযান


১৮ আগস্ট ২০১৯ ১৮:৩০ | আপডেট: ১৮ আগস্ট ২০১৯ ১৮:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: অতিদরিদ্রদের জন্য ৪০ দিনের ‘কর্মসৃজন প্রকল্প’ বাস্তবায়নে ব্যাপক অনিয়মের অভিযোগে সারাদেশের ২১ জেলায় একযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৮ আগস্ট) বিকেলে দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) আসা অভিযোগের প্রেক্ষিতে ২১ টি সমন্বিত জেলা কার্যালয় হতে একযোগে (১৮ আগস্ট) এ অভিযান পরিচালিত হয়েছে। দুদক টিম বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস পরিদর্শন করে এবং কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করে। এছাড়াও সংশ্লিষ্ট ব্যাংক থেকে প্রকল্পের অর্থ শ্রমিকদের যথানিয়মে বিতরণ করা হয়েছে কিনা এ তথ্যও সংগ্রহ করা হয়।

বিজ্ঞাপন

প্রনব আরও জানান, অভিযানে একাধিক স্থানে ঠিকমতো কাজ না করেই ভাতা উত্তোলন, কম শ্রমিক দিয়ে কাজ করিয়ে ভূয়া ভাউচার দিয়ে বেশি টাকা তোলা, ভাতা উত্তোলনের সইয়ে গরমিলসহ নানা ধরণের অনিয়মের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

কর্মসৃজন প্রকল্প দুদকের অভিযান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর