চবিতে ক্লাস শুরু বুধবার
১৯ আগস্ট ২০১৯ ১৩:৪৬
চট্টগ্রাম ব্যুরো: পবিত্র ঈদুল আজহা এবং জাতীয় শোক দিবসের ১০দিন ছুটি শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পূর্ব নির্ধারিত ক্লাস ও পরীক্ষা শুরু হচ্ছে আগামী বুধবার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একমাত্র বাহন শাটল ট্রেনও চলাচল করবে পূর্ব নির্ধারিত সময়ে।
বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোছাইন বলেন, ‘পবিত্র ঈদুল আজহা ও জাতীয় শোক দিবসের ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হবে বুধবার।’
সহকারী প্রক্টর নিয়াজ মোর্শেদ রিপন বলেন, ‘বুধবার থেকে পূর্ব নির্ধারিত শিডিউলে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচল করবে।’
উল্লেখ্য, গত ১১ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত পবিত্র ঈদুল আজহা এবং জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যলয়ে ১০ দিন ছুটি ঘোষণা হয়েছিল।