Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে দুইজনের মৃত্যু


১৯ আগস্ট ২০১৯ ১৫:২৩ | আপডেট: ১৯ আগস্ট ২০১৯ ১৫:২৫

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে।

এরা হলেন, কিশোরগঞ্জের পাকুন্দিয়ার চারনিকি গ্রামের মঞ্জুরুল হকের ছেলে রাসেল মিয়া (৩৪) ও নেত্রকোনার কেন্দুয়ার আব্দুল লতিফের ছেলে আনোয়ার হোসেন (৪০)।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা.লক্ষ্মী নারায়ণ মজুমদার জানান, সোমবার (১৯ আগস্ট) ভোরে আনোয়ার হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নেত্রকোণা সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ১১ আগস্ট ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি।

এর আগে রোববার (১৮) রাত ৮টার দিকে ডেঙ্গুজ্বরে আক্রান্ত রাসেল মিয়া নামে (৩৪) নামে আরেকজনের মৃত্যু হয়। রাসেল ঈদের পরদিন কিশোরগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে রোববার বিকেলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

ডা.লক্ষ্মী নারায়ণ মজুমদার বলেন, ‘শরীরের বিভিন্ন অর্গানের কার্যকারিতা হারিয়ে ফেলার কারণে রাসেলের মৃত্যু হয়েছে।’

সব মিলিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুজ্বরে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন ২৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালটিতে ভর্তি হয়েছেন। ২৪ জুলাই থেকে ১৯ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এক হাজার ৬০ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি গেছেন ৮৮৩জন। বর্তমানে চিকিৎসাধীন ১৭৪ জন।

টপ নিউজ ডেঙ্গু জ্বরে মৃত্যু ময়মনসিংহে ডেঙ্গু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর