মদবোঝাই দু’টি নৌকা জব্দ, ৫ জন গ্রেফতার
১৯ আগস্ট ২০১৯ ১৫:১৩
চট্টগ্রাম ব্যুরো: রাঙামাটি থেকে চট্টগ্রাম নগরীতে আনার পথে কর্ণফুলী নদীতে মদবোঝাই ২টি নৌকাসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। নৌকাগুলো থেকে ৫ হাজার লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১৯ আগস্ট) ভোরে কর্ণফুলী থানা এলাকায় শিকলবাহা খালের প্রবেশমুখে নদীতে নৌকা দু’টি আটক করা হয়।
গ্রেফতারকৃত ৫ জন হলো- মোহাম্মদ আলী (২৫), নাছির আহম্মদ (৩৩), মোহাম্মদ হোসেন (২০), ইমরান (৪৫) ও ইউনূছ (২৫)।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আরেফিন জুয়েল সারাবাংলাকে বলেন, ‘রাঙামাটির কাপ্তাইয়ে চোলাই মদগুলো তৈরি করা হয়েছিল। সেগুলো নৌপথে কণর্ফুলী নদীতে এনে সুবিধাজনক স্থানে খালাসের পরিকল্পনা করেছিল মাদক ব্যবসায়ীরা। গোপন সংবাদের ভিত্তিতে আমরা নৌকাসহ চোলাই মদগুলো জব্দ করেছি।’
গ্রেফতার পাঁচজনের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা দায়ের হয়েছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।