Sunday 25 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা


১৯ আগস্ট ২০১৯ ১৬:০০ | আপডেট: ২০ আগস্ট ২০১৯ ১২:৩০

ঢাকা: দলের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার (১৯ আগস্ট) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

কর্মসূচির মধ্যে রয়েছে- ১ সেপ্টেম্বর দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ৬ টায় দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা ও ফাতেহা পাঠ, রাজধানীতে র‌্যালি, আলোচনা সভা, পোস্টার ও ক্রোড় পত্র প্রকাশ।

বিজ্ঞাপন

রাজধানী ছাড়াও সারাদেশে বিএনপির সকল ইউনিট ১ সেপ্টেম্বর সকাল ৬ টায় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করবে। স্থানীয় সুবিধানুযায়ী দলের জেলা ও মহানগরসহ বিভিন্ন পর্যায়ের ইউনিটগুলি কর্মসূচি নেবে এবং র‌্যালি ও আলোচনাসভা আয়োজন করবে।

যৌথসভায় বন্যা ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা, নিহতদের স্বজনসহ দুর্গত মানুষদের প্রতি গভীর সমবেদনা জানানো ও ডেঙ্গুতে আক্রান্ত মানুষদের আশু সুস্থতা কামনা করা হয়। দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন যে ভয়াবহ রূপ ধারণ করেছে তাতে সভায় গভীর উদ্বেগ প্রকাশ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

সভায় সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মাহবুবের রহমান শামিম, বিলকিস জাহান শিরিন, সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, ডাঃ সাখাওয়াত হাসান জীবন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম, সেলিমুজ্জামান সেলিম, হারুন অর রশিদ হারুন, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুহম্মদ মুনির হোসেন, বেলাল আহমেদ, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মুন্সি বজলুল বাসিদ আঞ্জু, যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াসিন আলী, যুগ্ম সম্পাদক সাদরেজ জামান, ঢাকা মহানগর উত্তর বিএনপির দফতর সম্পাদক এ বি এম আব্দুর রাজ্জাক, মৎস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাব, ওলামা দলের আহবায়ক শাহ মোঃ নেছারুল হক, তাঁতী দলের আহবায়ক আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, তাঁতী দলের সদস্য সচিব হাজী মজিবুর রহমান, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, মহিলা দল নেত্রী রোকেয়া চৌধুরী বেবী।

বিজ্ঞাপন

বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর