স্কুল খুলতে শুরু করেছে কাশ্মিরে, উপস্থিতি কম
১৯ আগস্ট ২০১৯ ১৯:১৪
বেশ কয়েক দিনের জরুরি অবস্থার পর স্কুল খুলতে শুরু হয়েছে ভারত শাষিত কাশ্মিরে। তবে ভয়-আতঙ্কে শিক্ষার্থীদের উপস্থিত নেই খুব একটা। সোমবার (১৯ আগস্ট) থেকে কাশ্মিরের বেশ কিছু স্কুল খোলা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
এর আগে গত ৫ আগস্ট কাশ্মিরের জনগণের বিশেষ মর্যাদা সংবলিত সংবিধানের ৩৭০ ধারা তুলে নেওয়ার পর সেখানে জরুরি অবস্থা জারি করা হয়। এর ফলে বন্ধ হয়ে যায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
কাশ্মিরের বৃহত্তর শহর শ্রীনগরে প্রায় ২০০ প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।
বিবিসির প্রতিবেদক কাশ্মিরের বিভিন্ন স্কুল ঘুরে দেখতে পান স্কুলগুলো খোলা হলেও উপস্থিতি নেই খুব একটা।তিনি অভিভাবকদের সঙ্গে কথা বলে জানতে পারেন, শিশুদের স্কুলে পাঠাতে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা।
জরুরি অবস্থা জারির পরও মাঝে মধ্যেমে বিশেষ মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবিতে প্রতিবাদ মিছিল করছেন কাশ্মিরিরা। বেশ কয়েকবার নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষও বেধেছে তাদের।
জরুরি অবস্থা জারির পর থেকে সেখানে বিচ্ছিন্ন করা হয়েছে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা। বিচ্ছিন্ন করা হয়েছে টেলিফোন ও মোবাইল সংযোগ।
স্থানীয় অভিভাবকরা মনে করছেন মোবাইল যোগাযোগ পুনঃস্থাপন না হওয়া পর্যন্ত তারা শিশুদের স্কুলে পাঠাতে নিরাপদ বোধ করছেন না।
এছাড়া সংবাদমাধ্যম রয়টার্সকে এক শিক্ষক জানিয়েছেন, ‘এই সাংঘর্ষিক অবস্থার মধ্যে অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে পাঠাবে না।’
তবে ভারতের পিটিআই নিউজ এজেন্সি জানিয়েছে, শুধু সরকারি স্কুলগুলো খোলা হয়েছে। বেসরকারি স্কুলগুলো এখনো বন্ধ আছে।