Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেপরোয়া গতি রুখতে স্পিড গান ব্যবহার করবে নরসিংদী পুলিশ


১৯ আগস্ট ২০১৯ ২০:৫৫

নরসিংদী: দুর্ঘটনা রোধে ঢাকা-সিলেট মহাসড়কের ৫২ কিলোমিটার এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে নরসিংদী জেলা পুলিশ। সোমবার (১৯ আগস্ট) দু’টি গতি পরিমাপক যন্ত্রের (স্পিড গান) ব্যবহারের মধ্য দিয়ে প্রাথমিকভাবে এই কার্যক্রম শুরু করা হয়।

নরসিংদীর পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদার যানবাহন নিয়ন্ত্রণ কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, বেলাল আহমেদ, ট্রাফিক প্রধান গোলাম মাওলা, জেলা বাস মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, ট্রাক মালিক সমিতির সভাপতি আ. আজিজ এবং জেলা ট্রাফিক ও হাইওয়ে পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপিস্থত ছিলেন।

বিজ্ঞাপন

প্রলয় কুমার জোয়ারদার বলেন, মহাসড়কে বিশেষ করে গণপরিবহনে শৃঙ্খলা আনতে নরসিংদী জেলা পুলিশ নানামুখী পদক্ষেপ নিয়েছে। লাইসেন্সবিহীন ড্রাইভার এবং ফিটনেসবিহীন গাড়ি যেন সড়কে না থাকে সে জন্য কঠোরভাবে ট্রাফিক আইন প্রয়োগ করা হচ্ছে। এরই মধ্যে আমরা মহাসড়কে চাঁদাবাজি কঠোরভাবে দমন করেছি। বেপরোয়া গাড়ি চলাচলের কারণে দুর্ঘটনা ঘটে, প্রচুর প্রাণহানী ঘটে। এই ধরনের দুর্ঘটনা রোধে আজ থেকে আমরা স্পিড গান ব্যবহার শুরু করলাম।

বেপরোয়া গতি যানবাহন সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আজ সশস্ত্র বাহিনী দিবস
২১ নভেম্বর ২০২৪ ০৯:১৬

আরো

সম্পর্কিত খবর