Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউমোনিয়ায় আক্রান্ত জুভি বস


২০ আগস্ট ২০১৯ ০৩:২৪

নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন ‍জুভেন্টাস কোচ মাউরিজিও সারি। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, তিনি ঠাণ্ডা জ্বরে ভুগছেন। তবে অসুস্থতা ক্রমাগত বাড়তে থাকায় পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত হওয়া গেছে যে, তার শরীরে নিউমোনিয়া হানা দিয়েছে।

নিউমোনিয়ার কারণে ইতালিয়ান লিগে ত্রিস্তেনিয়ার বিপক্ষে নিজ দলের প্রীতি ম্যাচে উপস্থিত থাকতে পারেননি সারি। সোমবার (১৯ আগস্ট) সকাল তার কেটেছে নিজ ক্লাবেই। এছাড়া শঙ্কা তৈরি হয়েছে পামার বিপক্ষে সিরি আ-এর উদ্বোধনী ম্যাচে তার উপস্থিতি নিয়েও।

বিজ্ঞাপন

২০১৮ সালের জুনে ন্যাপোলি ছেড়ে চেলসিতে যাগ দেন ৬০ বছর বয়সী নন্দিত এই ইতালিয়ান কোচ। পশ্চিম লন্ডনের ক্লাবটিতে এসেই ব্লুজদের ইউরোপা লিগ শিরোপার স্বাদ পাইয়ে দেন।

এক বছর স্ট্যামফ্রোর্ড ব্রিজে কাটিয়ে চলতি বছরের জুনে মাসিমিলানো অ্যালেগ্রির উত্তরসূরি হিসেবে যোগ দেন জুভেন্টাসে।

কোচ জুভেন্টাস টপ নিউজ নিউমোনিয়া

বিজ্ঞাপন

ওয়ালটন'এ কাজের সুযোগ
২৪ মে ২০২৫ ২০:২০

আরো

সম্পর্কিত খবর