মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাশ্মির সংকট নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে কথা বলেছেন। ট্রাম্প নিজেই টুইটারে বিবৃতি দিয়ে একথা জানিয়েছেন। সোমবার (১৯ আগস্ট) সংবাদমাধ্যম ডন এতথ্য নিশ্চিত করেছে।
ট্রাম্প টুইটারে লেখেন, আমার দুই ভালো বন্ধুর সঙ্গে কথা বলেছি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কথা হয়েছে কথা হয়েছে বাণিজ্য ও কৌশলগত অংশিদারিত্ব নিয়ে। এবং অবশ্যই কি করে কাশ্মিরে ভারত-পাকিস্তানের উদ্বেগ নিরসন করা যায়। কঠিন পরিস্থিতি কিন্তু ভালো আলোচনা হয়েছে।
এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র হোগা গিডলি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ভারত-পাকিস্তানের মধ্যে বিরাজমান অস্থিরতা নিরসনের গুরুত্বরোপ করেছেন।
অপরদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি সংবাদ সম্মেলনে বলেন, কাশ্মিরে বিগত ১৫ দিন যাবৎ অচলাবস্থা ও সেখানে নেতাকর্মীদের আটকে রাখার বিষয়ে প্রধানমন্ত্রী ইমরান খান প্রেসিডেন্ট ট্রাম্পকে অবগত করেছেন।