Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিরাপত্তার চাদরে রাজধানী


৮ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৩৪

ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়কে ঘিরে রাজধানীকে ঢেকে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। ভোর থেকেই শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অবস্থান নিয়েছে পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যরা। মোড়ে মোড়ে চলছে তল্লাশি। পুরো শহরেই আছে টহল পুলিশ।

সরেজমিনে দেখা যায়, বিএনপি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বৃহস্পতিবার ভোর থেকেই প্রায় দুই তিনশত পুলিশ অবস্থান নিয়েছে।

এছাড়া পল্টন,কাকরাইল ,ফকিরাপুল ও আশপাশের এলাকা, গুলিস্তান, ফার্মগেটসহ বিভিন্ন মোড়ে চলছে তল্লাশি। রাস্তায় অবস্থান নিয়েছে সাজোয়া যান। গুলিস্তানসহ বিভিন্ন এলাকায় গণপরিবহনের সংখ্যাও কম দেখা গেছে।

শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় প্রেস ক্লাব, হাইকোর্ট, পুরান ঢাকার বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এসব পয়েন্টেও পুলিশের বিশেষ টহল বাড়ানো হয়েছে।

 

সারাবাংলা/জেডএফ

আরও পড়ুন খালেদার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় আজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর