জাতীয় শোক দিবসে দেশব্যাপী হামদার্দের ফ্রি মেডিকেল ক্যাম্প
২০ আগস্ট ২০১৯ ১১:৪১
ঢাকা: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে হামদার্দ। পাশাপাশি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজনও করা হয়।
এদিন সারাদেশে হামদার্দের ২৭০টি চিকিৎসা কেন্দ্রে একযোগে ফ্রি চিকিৎসা ও মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান কাজী গোলাম রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হামদার্দের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদার্দ বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. একে আজাদ খান, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এ.টি. আহমেদুল হক চৌধুরী, লে. জেনারেল (অব.) আবু তৈয়ব মো. জহিরুল আলম এবং হামদার্দ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান।
সোমবার (১৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।