Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালয়েশিয়ায় জাকির নায়েকের বক্তৃতা নিষিদ্ধ, বাদ হতে পারে নাগরিকত্ব


২০ আগস্ট ২০১৯ ১৩:২২

ভারত থেকে স্বেচ্ছা-নির্বাসনে থাকা জাকির নায়েকের জনসমাবেশ ও বক্তৃতা নিষিদ্ধ করেছে মালয়েশিয়া কর্তৃপক্ষ। মালয়েশীয় হিন্দু ও চীনাদের নিয়ে মন্তব্য করার জেরে তাকে প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সেদেশের পুলিশ। এরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, জাকির নায়েক বর্ণবাদের রাজনীতি করতে চাচ্ছেন তা স্পষ্ট। তাকে নাগরিকত্ব দেওয়ার বিষয়টি প্রত্যাহার করা হতে পারে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ আগস্ট) সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এসব তথ্য দেওয়া হয়।

উসকানিমূলক বক্তৃতা দেওয়া ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ভারত বেশ কয়েকবার মালয়েশিয়াকে অনুরোধ করেছিল জাকির নায়েককে ফেরত দিতে। তবে মালয়েশিয়া সেসময় বলেছিল যতক্ষণ না তিনি সমস্যার কারণ হবেন ততক্ষণ তাকে ভারতে ফেরত পাঠানো হবে না।

তবে এবার জাতীয় স্বার্থের জন্য হুমকি উল্লেখ করে জাকির নায়েকের বক্তৃতায় নিষেধাজ্ঞা দেওয়া হলো। গত ৩ আগস্ট জাকির নায়েক বলেন, মালয়েশিয়ার হিন্দুরা ভারতের মুসলিমদের চেয়ে ১০০ ভাগ বেশি সঠিক। এরপর তিনি মন্তব্য করেন চীনা সম্প্রদায়কে নিয়ে।

যদিও পরবর্তীতে তিনি এসবের জন্য ক্ষমা চেয়েছেন।

জাকির নায়েক নাগরিকত্ব বর্ণবাদী মন্তব্য ভারত মালয়েশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর