Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিরাপত্তা বেষ্টনিতে আদালত


৮ ফেব্রুয়ারি ২০১৮ ০৮:৫৪

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা:পুরান ঢাকার বকশিবাজারের বিশেষ জজ আদালতকে ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তা বেষ্টনিতে। আলিয়া মাদ্রাসার পাশে আদালতে প্রবেশ পথ বন্ধ করে দেওয়া দেওয়া হয়েছে ।বৃহস্পতিবার সকাল  থেকেই গণমাধ্যমের একজন করে সংবাদকর্মী, আদালতে তালিকাভুক্ত আইনজীবী ও নিরাপত্তাকর্মী ছাড়া কাউকেই আদালত প্রাঙ্গণে ঢুকতে দেওয়া হচ্ছে না।

এছাড়া রায় ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এজলাসের সামনে। সেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে র‌্যাব-পুলিশ সদস্যরা নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছে। আদালতের অবস্থা পর্যবেক্ষণের জন্য কিছুক্ষণ পরপর র‌্যাব-পুলিশের হেলিকপ্টার আকাশ পথে টহল দিচ্ছে।

নবকুমার ইনস্টিটিউট থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল। ঢাকা মেডিকেল কলেজ ও নাজিমুদ্দিন রোডসহ মোড়ে মোড়ে চলছে তল্লাশি।  এসব মোড়ে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল। ঢুকতে দেওয়া হচ্ছে না সাধারণ মানুষদেরও। এসব এলাকার খাবার হোটেল, দোকানপাট বন্ধ রাখা হয়েছে।

এদিকে, সকাল সোয়া আটটায় কাশিমপুর কারাগার থেকে মামলার আসামি মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদকে বিশেষ জজ আদালত-৫ এ আনা হয়েছে।

সারাবাংলা/জেডএফ

আরও পড়ুন নিরাপত্তার চাদরে রাজধানী

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর