Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গভর্নমেন্ট ফর দ্য, বাই দ্য, অব দ্য লুটেরাস’


২০ আগস্ট ২০১৯ ১৪:১৯

ঢাকা: সরকারের বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের কড়া সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমান গভর্নমেন্ট ফর দ্য লুটেরাস, বাই দ্য লুটেরাস, অব দ্য লুটেরাস।’

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ন্যাশনালিষ্ট রিসার্চ সেন্টার আয়োজিত ‘আমার দেশ আমার শিল্প’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বর্তমান সরকার পুরোপুরি প্রতারক সরকারে পরিণত হয়েছে। এই গভর্নমেন্ট হয়ে গেছে, ফর দ্য লুটেরা, বাই দ্য লুটেরা, অব দ্য লুটেরা। এখানে লুট ছাড়া আর কিছু নেই। একেবারে তৃণমূল থেকে শুরু করে উপর পর্যন্ত লুট।’

তিনি বলেন, ‘অত্যন্ত সুচারুরূপে কারসাজি করে দাম না দিয়ে চামড়া নষ্ট করে ফেলা হচ্ছে। এখন চামড়া রপ্তানি করা হবে। আর ট্যানারিগুলো বন্ধ হয়ে যাবে। যার ফলে কর্মসংস্থানের বিশাল ক্ষতি হবে। একই সাথে চামড়া শিল্পের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে।’

মির্জা ফখরুল বলেন, ‘পোশাক শিল্প ছাড়া আমরা অন্য কোনো শিল্পে সেভাবে এগিয়ে যেতে পারি নাই। আমরা লক্ষ্য করেছি, নতুন উদ্যোক্তারা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় নিজেরা এগিয়ে এসে বিনিয়োগ করেছে। চামড়া শিল্পে বিনিয়োগ সেই সময় থেকেই শুরু হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে চামড়া শিল্প এখন ব্যাপকভাবে বিপাকে পড়েছে।’

ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টারের পরিচালক বাবুল তালুকদারের সভাপতিত্বে এবং সাংবাদিক নেতা ডি. এম ওমরের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ অনেকেই।

বিজ্ঞাপন

বিএনপি মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর