Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির অর্থ ‘বাংলাদেশ নাউ পাকিস্তান’: মতিয়া চৌধুরী


২০ আগস্ট ২০১৯ ১৯:৪১

ঢাকা: বিএনপি নামের মানে হলো ‘বাংলাদেশ নাউ পাকিস্তান’, বলে জানিয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। মঙ্গলবার (২০ আগস্ট) দুপু‌রে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে ২১ আগস্টের গ্রেনেড হামলা’র স্মরণে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপির প্রতক্ষ্য মদদেই জঙ্গিবাদ মাথা চাড়া দিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে স্বপরিবারে হত্যার মধ্যদিয়ে ষড়যন্ত্রকারীদের উত্থান হয়েছিল। এরই ধারাবাহিকতায় ছিলো ২১ আগস্টের গ্রেনেড হামলা। তাই চক্রান্তকারীদের দাঁত ভাঙা জবাব দিতে হবে।’

বিজ্ঞাপন

আলোচনা সভায় বক্তব্য রাখেন- যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মুজিবুর রহমান চৌধুরী, আব্দুর সাত্তার মাসুদ, মাহবুবুর রহমান হিরণ, আতাউর রহমান, শাহজাহান ভূঁইয়া মাখন, ইঞ্জিনিয়ার নিখিল গুহ, ঢাকা দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি মাঈনুদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ আরও অনেকে।

২১ আগস্ট বিএনপি মতিয়া চৌধুরী

বিজ্ঞাপন

ড. ইউনূসের ৬ মামলা বাতিল
২১ নভেম্বর ২০২৪ ১৩:৩১

আরো

সম্পর্কিত খবর