Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিল্ক ভিটার অনিয়ম-দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত


২০ আগস্ট ২০১৯ ২০:৫৯ | আপডেট: ২০ আগস্ট ২০১৯ ২১:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: মিল্ক ভিটার অনিয়ম-দুর্নীতি বন্ধ করতে কঠোর পদক্ষেপ ও নীতি প্রণয়নের সুপারিশ করেছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটি। এছাড়া এই কমিটির নেতারা সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার বাঘাবাড়িতে দুধ কারখানা পরিদর্শনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) একাদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির পঞ্চম বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সংসদ ভবনে কমিটির সভাপতি আ স ম ফিরোজের সভাপতিত্বে কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, ওমর ফারুক চৌধুরী, ইসমাত আরা সাদেক, নারায়ন চন্দ্র চন্দ, মো. মাহবুবউল আলম হানিফ, মির্জা আজম, মোহাম্মদ নজরুল ইসলাম ও মো. জিল্লূল হাকিম এবং পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, মিল্ক ভিটা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশ নেন।

বিজ্ঞাপন

বৈঠকে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়নের (মিল্ক ভিটা) সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। দুধের গুণগত মান নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে মিল্ক ভিটার সুনাম অক্ষুন্ন রাখতে সুপারিশ করে কমিটি।

এছাড়াও বৈঠকে জানানো হয়, ২০১৭-১৮ অর্থবছরে মোট দুগ্ধজাত পণ্য বিক্রির পরিমাণ ৩২৩ কোটি ৫৭ লাখ টাকা।

বিজ্ঞাপন

বিশ্বের প্রথম এটিএম ব্যবহারকারী
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩১

আরো

সম্পর্কিত খবর