জাহালম ইস্যু: ১১ তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দুদকের
২১ আগস্ট ২০১৯ ১১:৪৫
ঢাকা: বিনা বিচারে জাহালমের জেল খাটার ঘটনায় ১১ জন তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।
মঙ্গলবার (২0 আগস্ট) দুদকের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) জালাল সাইফুর রহমান স্বাক্ষরিত একটি চিঠি গণমাধ্যমে পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, দুদকের ১১ জন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে কারণ দর্শানো নোটিশ জারি করা হয়। সেসব নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।
সোনালী ব্যাংকের সাড়ে ১৮ কোটি টাকা ঋণ জালিয়াতির মামলার আসামি হলেন আবু সালেক নামের একজন। কিন্তু নিরীহ পাটকল শ্রমিক জাহালমকে আবু সালেক হিসেবে চিহ্নিত করে ২৬টি মামলায় আসামি করা হয়। দুদকের মামলায় জাহালম গ্রেফতার হন ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি। তিনবছর ‘ভুল আসামি’ হয়ে কারাভোগ করে হাইকোর্টের নির্দেশে গত ৩ ফেব্রুয়ারি সব মামলা থেকে অব্যাহতি দিয়ে ওইদিনই মুক্তির নির্দেশ দেন হাইকোর্ট। আদালতের ওই নির্দেশের কয়েক ঘণ্টা পরই কারাগার থেকে মুক্তি পান জাহালম।