Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের


২২ আগস্ট ২০১৯ ০০:৪২

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় সাপের কামড়ে এক কৃষক মারা গেছেন।

বুধবার (২১ আগস্ট) সকালে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের হাজী পাড়ায় এ ঘটনা ঘটেছে।

মৃত মো. সাহানের (৩০) বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার গামারিতলা গ্রামে। তিনি রাঙ্গুনিয়ার হাজী পাড়ায় জনৈক শামসুল আলমের কৃষি খামারে কাজ করতেন বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার সারাবাংলাকে জানান, কৃষি খামারে কাজ করার সময় সাহানের পায়ে সাপ কামড় দেয়। এতে অসুস্থ হয়ে পড়লে খামারের অন্যান্য লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/আরডি/টিএস

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর