Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউজিল্যান্ডের সংসদে ‘বেবিসিটার’ স্পিকার


২২ আগস্ট ২০১৯ ০১:০৩ | আপডেট: ২২ আগস্ট ২০১৯ ০১:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউজিল্যান্ডের আইনপরিষদের হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে লেবার পার্টির সংসদ সদস্য টামাটি কোফির বক্তব্য চলাকালীন তার শিশুপুত্রের জন্যে ‘বেবিসিটারের’ কাজ করেছেন হাউজের স্পিকার ট্রেভর মাল্লার্ড।

বুধবার (২১ আগস্ট) স্থানীয় সময় সকালে, শিশুটিকে স্পিকারের সিটে বসে  খাওয়ানোর একটি ছবি টুইট করেছেন ট্রেভর মাল্লার্ড। খবর বিবিসির।

টুইটে  শিশুটিকে ‘ভিআইপি’ হিসেবে উল্লেখ করে তার বাবা-মাকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।

এদিকে, গতমাসে সন্তান জন্মের পর পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে প্রথমবারের ঐদিনই (২১ আগস্ট) সংসদ অধিবেশনে যোগ দেন টামাটি কোফি। তার পার্টনারের সাথে ছাড়াছাড়ি হয়ে যাবার কারণে শিশুপুত্রটিকে নিয়ে একাই থাকছেন তিনি। স্পিকারের টুইটের পর নিউজিল্যান্ডের সংসদে শিশুটির আরও কিছু ছবি টুইটারে ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

 

নিউজিল্যান্ড বেবিসিটার শিশুপুত্র সংসদ স্পিকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর