Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধের ভাবনা ট্রাম্পের


২২ আগস্ট ২০১৯ ১৫:৫২

মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের আইন বাতিল করার কথা ভাবছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২১ আগস্ট) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, তার প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক নন এবং অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়ার নিয়ম বন্ধের ব্যাপারে ভাবছেন।

তিনি বলেন, ‘কেউ বাইরে থেকে আসলো, কোনভাবে আমাদের দেশে ঢুকলো এবং সন্তান জন্ম দিলো, আর তাতেই শিশুটি মার্কিন নাগরিক হয়ে গেলো, নিয়মটি হাস্যকর।’

বিজ্ঞাপন

মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে চতুর্দশ সংশোধনীতে সেদেশে জন্ম নেওয়া প্রত্যেকের নাগরিকত্ব নিশ্চিত করা আছে। এই ধারায় যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করা যে কেউ সেদেশের নাগরিকত্ব পায়।

তবে ট্রাম্পের এমন ঘোষণা নতুন নয়, এর আগে গত বছরের অক্টোবরে জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিল করবেন বলে ঘোষণা দেন তিনি।

অভিবাসীদের তাড়িয়ে দেওয়া ও দেশটিতে অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর নানা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন ডোনাল্ড ট্রাম্প। অভিবাসী ঠেকাতে ইতিমধ্যে নানা পদক্ষেপ নিয়েছে তার প্রশাসন।

জন্মসূত্রে নাগরিকত্ব ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন
সর্বশেষ

ইনজুরিতে মৌসুম শেষ রদ্রির
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৮

সম্পর্কিত খবর