Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের এডিস মশা নিধন কর্মসূচি


২২ আগস্ট ২০১৯ ১৪:২০ | আপডেট: ২২ আগস্ট ২০১৯ ১৫:১১

ঢাকা: ডেঙ্গুর জন্য দায়ী এডিস মশা নিধনে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায়  রাজধানীর বাংলামোটর, মগবাজার ও এর আশপাশের এলাকায় ওষুধ ছিটিয়ে মশা নিধন অভিযান চালানো হয়েছে।

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী মো. তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও যমুনা ব্যাংক নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ ও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকার বিভিন্ন শাখার শাখা প্রধান ও কর্মকর্তারা।

মশা নিধন যমুনা ব্যাংক ফাউন্ডেশন স্থানীয় সরকার মন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর