Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদকাসক্ত ছেলের হাতে মায়ের মৃত্যু


২২ আগস্ট ২০১৯ ১৫:৫২ | আপডেট: ২৩ আগস্ট ২০১৯ ০৯:১৭

ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় মাদকাসক্ত ছেলে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে মা রোকেয়া বেগমকে (৬৫)। উন্নত চিকিৎসার জন্য রোকেয়াকে ঢাকায় আনার পথে বৃহস্পতিবার (২২ আগস্ট) তার মৃত্যু হয়।

এদিকে, এলাকাবাসীর সহায়তায় ঘাতক ছেলে রুবেলকে (২৮) আটক করেছে পুলিশ।

মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ হত্যাকাণ্ডের কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, রুবেলকে আটকের পর থানায় মামলার প্রস্তুতি চলছে।

এলাকাবাসী জানায়, রুবেল পরিবারের মেজ ছেলে। সে সম্প্রতি মাদকাসক্ত হয়ে পড়ে। কিছুটা মানসিক ভারসাম্যহীনও। বুধবার সকালে রুবেল তার মা রোকেয়া বেগমকে দা দিয়ে মাথা ও ঘাড়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় রোকেয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য রোকেয়াকে ঢাকায় আনার পথে তার মৃত্যু হয়।

ময়মনসিংহ মাদকাসক্তি মৃত্যু হত্যাকাণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর