শাটল ট্রেন-ডেমুতে বহিরাগত চান না চবি শিক্ষার্থীরা
২২ আগস্ট ২০১৯ ১৬:৩৮
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাটল ট্রেন ও ডেমুতে বহিরাগত যাত্রী উঠানামা নিষিদ্ধকরণে সাত দফা দাবিতে স্মারকলিপি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রক্টর কাছে স্মারকলিপি দেন।
দাবির মধ্যে আছে— প্রত্যেক শাটল ও ডেমুর প্রবেশদ্বারে একটি করে সতর্কীকরণ বিজ্ঞপ্তি লাগানো, ষোলশহর স্টেশন এবং বিশ্ববিদ্যালয় প্রবেশদ্বারে ব্যানার লাগানো, ট্রেন ছাড়ার আগে দায়িত্বরত আনসার সদস্যদের দিয়ে বহিরাগত নামানো এবং শিক্ষার্থীদের সহযোগিতা করা, বিশ্ববিদ্যালয় প্রত্যেক অনুষদে এ ব্যাপারে অবগত করার জন্য নোটিশ পাঠানো, বিশ্ববিদ্যালয় ফেসবুক গ্রপ, পেইজের মাধ্যমে শিক্ষার্থীদের অবগত করা, ষোলশহর স্টেশন এবং বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে ট্রেন ছাড়ার আগে মাইক ব্যবহার করা।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীর পক্ষে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ইশরাত উদ্দীন সারাবাংলাকে বলেন, ‘আমরা প্রক্টর স্যারের সঙ্গে বন্ধের আগেও কথা বলেছি। আজকে আমরা প্রক্টর স্যারের কাছে স্মারকলিপি জমা দিয়েছি। স্যার আমাদের আশ্বাস দিয়েছেন। আশা করি, অতি দ্রুত আমাদের দাবি কার্যকর হবে।’