খুলনায় ডেঙ্গুতে মাদরাসাছাত্রের মৃত্যু
২২ আগস্ট ২০১৯ ২০:২৩
সাতক্ষীরা: খুলনার গাজী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলমগীর গাজী (১৪) নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। সে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শ্রীকলা গ্রামের সিরাজুল ইসলামের পুত্র।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেল ৫ টার দিকে মারা যায় আলমগীর গাজী। অবস্থার অবনতি হওয়ায় এদিন সকালে সাতক্ষীরার সদর হাসপাতালে থেকে তাকে খুলনায় নিয়ে যাওয়া হয়। তবে আলমগীর গাজীকে বাঁচানো যায়নি।
মৃত আলমগীর গাজীর ভাই সুজন গাজী বলেন, আমার ভাই যশোরের একটি কওমি মাদরাসায় হাফেজি পড়ত। কয়েকদিন আগে সে জ্বরে আক্রান্ত হলে তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে রক্ত পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। সকালে অবস্থার অবনতি হলে প্রথমে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে আনা হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে খুলনায় রেফার করেন।এরপর খুলনার গাজী মেডিকেল কলেজে নেওয়া হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আবু শাহিন জানান, আলমগীর গাজী নামে এক মাদরাসা ছাত্রকে বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতালে আনা হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। এরপর তার কি হয়েছে তা আমি জানিনা।
সিভিল সার্জন আরও জানান, সাতক্ষীরায় আজ পর্যন্ত মোট ২৯২ জন ডেঙ্গু রোগীকে শনাক্ত করা হয়েছে। এরমধ্যে বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি রয়েছে ৫২ জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন আরও ২০৫ জন।