ধোলাইপাড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
২৩ আগস্ট ২০১৯ ০৯:১৮
ঢাকা: রাজধানীর কদমতলী ধোলাইপাড় বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওলিউল ইসলাম (১৫) নামে ভাগ্যকূল বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারের এক কিশোর কর্মচারী মারা গেছে।
শুক্রবার (২৩ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয় ওলিউল। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে সকাল সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওলিউলের সহকর্মী সোহেল জানান, তারা ধোলাইপাড় বাজারে ভাগ্যকূল মিষ্টান্ন ভাণ্ডারে কাজ করেন। ভোরে ওলিউল পানির মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
ওলিউলের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি জানান, ওলিউলের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
ওলিউলের বাবার নাম মো. জালাল মুন্সী। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায়। ধোলাইপাড় শেখপাড়ায় এলাকায় থাকত ওলিউল।