Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জন্মাষ্টমীতে চট্টগ্রামে বর্ণিল শোভাযাত্রা


২৩ আগস্ট ২০১৯ ১৪:২৮ | আপডেট: ২৩ আগস্ট ২০১৯ ১৪:২৯

চট্টগ্রামে জন্মাষ্টমীর শোভাযাত্রা ২০১৯। ছবি: শ্যামল নন্দী

চট্টগ্রাম ব্যুরো: শ্রীকৃঞ্চের জন্মতিথি উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে চট্টগ্রাম নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে চট্টগ্রাম নগরী ও আশপাশের বিভিন্ন উপজেলা থেকে আসা কয়েক হাজার ভক্তের সমাগম ঘটে।

শুক্রবার (২৩ আগস্ট) নগরীর আন্দরকিল্লার মোড় থেকে শুরু হওয়া শোভাযাত্রার উদ্বোধন করেন ভারতের সহকারি হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী।

উদ্বোধনী বক্তব্যে চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জি বলেন, দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য মানবপ্রেম প্রচারের উদ্দেশে সাড়ে ৫ হাজার বছর আগে ভগবান শ্রীকৃঞ্চের আর্বিভাব হয়েছিল। শ্রীকৃঞ্চের আদর্শ ধারণ করতে পারলেই হানাহানিমুক্ত বিশ্ব গড়ে তোলা সম্ভব।

তিনি বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে যারা প্রাণ দিয়েছেন, আমি তাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। ভারতীয় বাহিনীর অনেকে যুদ্ধে প্রাণ দিয়েছেন, এটা আমাদের জন্য গর্ব।

‘স্বাধীনতার পর গত ৪৮ বছরে বাংলাদেশের অনেক অর্জন আছে। বাংলাদেশ অর্থনীতিতে প্রভূত উন্নতি করে এখন মধ্যম আয়ের দেশ হতে যাচ্ছে। বাংলাদেশের এই উন্নতিতে ভারত খুবই খুশি। ভারত সবসময় বাংলাদেশের পাশে ছিল। বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে।’ বলেন অনিন্দ্য ব্যানার্জী

প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, জাতির জনকের নেতৃত্বে যুদ্ধ করে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। মুক্তিযুদ্ধের মূল চেতনা অসাম্প্রদায়িক বাংলাদেশ। প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতি সেই দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে চলেছে। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা মুক্তিযুদ্ধে সামিল হয়েছিলাম। মুক্তিযুদ্ধে যেভাবে হিন্দু-বৌদ্ধ-মুসলিম-খ্রিস্টান কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়েছিল, এবারও সেভাবে এদেশের সকল বাঙালি মিলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নত বাংলাদেশ আমরা গড়বো।

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্যে ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের লক্ষ্যে আমাদের যাত্রা শুরু হয়েছিল ১৯৭১ সালে। আজ ৪৭ বছর পার হয়ে আমাদের অনেক উন্নয়ন, অনেক অগ্রগতি হয়েছে। আবার অনেক কিছু করারও আছে। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের লড়াই চলছে। অসাম্প্রদায়িক চেতনায় সকলের প্রতি সহমর্মিতা নিয়েই যাতে আমরা বাংলাদেশ গড়তে পারি। উন্নয়নের পথে শেখ হাসিনার যাত্রায় যেন সবাই শামিল হতে পারি।

শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সহ-সভাপতি অলক দাশ। বক্তব্য দেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহ-সভাপতি বিমল কান্তি দে, সাবেক সভাপতি ও রাউজান পৌরসভার মেয়র দেবাশীষ পালিত, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন তালুকদার।

উদ্বোধন শেষে শুরু হয় শোভাযাত্রা। এতে শ্রীকৃঞ্চসহ বিভিন্ন দেবদেবীর মূর্তি নিয়ে অংশ নেন নারীপুরুষ ও শিশু। ঢোলবাদ্য বাজিয়ে, নেচে-গেয়ে তারা এসময় আনন্দ প্রকাশ করেন।

জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ এ শোভাযাত্রার আয়োজন করে।

জন্মাষ্টমী উপলক্ষে নগরীর জে এম সেন হলে ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি রক্তদানসহ বিভিন্ন কর্মসূচীরও আয়োজন করা হয়েছে।

চট্টগ্রাম জন্মাষ্টমীর শোভাযাত্রা টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর