Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাম্প-জনসন প্রথম বৈঠক রোববার


২৪ আগস্ট ২০১৯ ১০:০৯

যুক্তরাষ্ট্রের প্রেসিডন্ট ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী বরিস জনসনের মধ্যে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার (২৩ আগস্ট) এক ফোনালাপের পর রোববার (২৫ আগস্ট) ঐ বৈঠকের বিষয়টি চূড়ান্ত হয়েছে। খবর বিবিসির।

২৪ থেক ২৬ আগস্ট ফ্রান্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে জি৭ সম্মেলন। এই সম্মেলনে অন্যান্য বিশ্ব নেতাদের সাথে ট্রাম্প এবং জনসনও উপস্থিত থাকবেন। সম্মেলন চলাকালীন এই দুইনেতা আলাদাভাবে দ্বি পক্ষীয় বিভিন্ন ইস্যুতে বৈঠকে বসবেন।

বিজ্ঞাপন

বরিস জনসন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম তিনি ডোনাল্ড ট্রাম্পের সাথে কোনো বৈঠকে মিলিত হবেন। এ বৈঠকের ব্যাপারে তিনি বিবিসিকে বলেছেন, জি৭ সম্মেলনে যোগ দিয়ে তিনি এই আলোচনার জন্য উন্মুখ হয়ে থাকবেন।

এদিকে, ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই বরিস জনসনের ভূয়সী প্রশংসা করে আসছিলেন। তিনি আশা করছেন ব্রেক্সিটের পর দ্বিপাক্ষিক বিভিন্ন বাণিজ্য চুক্তিতে  আরও গতি আসবে।

যুক্তরাজ্যের পক্ষ থেকে এই বৈঠকের ব্যাপারে বলা হয়েছে, অবশ্যই আমরা দ্বিপাক্ষিক চুক্তির পক্ষে। কিন্তু দ্রুত কোনো সিদ্ধান্ত নয় বরং সঠিক সিদ্ধান্ত কিভাবে নেওয়া যায় তাই নিয়ে আলোচনা হবে।

জি৭ ডোনাল্ড ট্রাম্প ফ্রান্স বরিস জনসন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর