Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৈশ কোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, হেলপারের মৃত্যু


২৪ আগস্ট ২০১৯ ১১:৩২

ঠাকুরগাঁও: দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে একটি নৈশ কোচ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়েছে। এ দুর্ঘটনায় ওই বাসের হেলপার মারা গেছেন, আহত হয়েছেন আরও ১৪ জন। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (২৪ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকের সদর উপজেলার দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে জগন্নাথপুর বি-আখড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী নৈশ কোচ তাজ পরিবহন সদর উপজেলার বি-আখড়া প্রাথমিক বিদ্যালয়ের (বন বিভাগ কার্যালয়) সামনে এসে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ওই যাত্রীবাহী বাসটি উল্টে ১৫ জন আহত হন। তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালে কোচের হেল্পার ইউসুফ (৩৮) মারা যান। জানা গেছে, ইউসুফের বাড়ি চাঁদপুর।

ওসি আশিকুর রহমান জানান, আহত ১৪ জনের মধ্যে ১০ জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি চার জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

ঘটনার পর থেকেই দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ওসি জানান, ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে।

টপ নিউজ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা নৈশ কোচ সড়ক দুর্ঘটনা হেলপারের মৃত্যু


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর