Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলি মারা গেছেন


২৪ আগস্ট ২০১৯ ১৩:৪০ | আপডেট: ২৪ আগস্ট ২০১৯ ১৫:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের সাবেক কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং বর্ষীয়ান বিজেপি নেতা অরুণ জেটলি শনিবার (২৪ আগস্ট) মারা গেছেন। ৬৬ বছর বয়স্ক অরুণ গত সপ্তাহ থেকেই দিল্লির অল ইন্ডিয়া মেডিকেল হাসপাতালের কার্ডিও-নিউরো সেন্টারে ভর্তি ছিলেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

চিকিৎসাধীন অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্‌, প্রতিরক্ষামন্ত্রী রাজানাথ সিং, স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এবং লোকসভার স্পিকার ওম বিড়লা তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।

এ বছরের মে মাস থেকেই অরুণ জেটলির শারিরীক অবস্থার অবনতি দেখা দেয়। সে কারণে তিনি লোকসভা নির্বাচনেও প্রতিদ্বন্দ্বীতা করেননি। দ্বিতীয় দফায় মোদির সরকার ক্ষমতায় আসার পর তিনি লিখিতভাবে প্রধান্মন্ত্রীকে বলেছিলেন তাকে কোনো দায়িত্বে না রাখতে।

বিজ্ঞাপন

অরুণ জেটলি কেন্দ্রীয় অর্থমন্ত্রী বিজেপি ভারত মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর