Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিবি পরিচয়ে তল্লাশির নামে ছিনতাই, গ্রেফতার ১


২৪ আগস্ট ২০১৯ ১৭:২৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে তল্লাশির নামে ছিনতাইয়ের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৪ আগস্ট) রাতে নগরীর বাকলিয়া থানার মিয়া খান নগর এলকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. জাহাঙ্গীর আলম (৩৩) ওই এলাকার নুরুল ইসলামের ছেলে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘শুক্রবার রাতে হৃদয় নামে একজন গাড়িচালক নগরীর জেলরোড থেকে মিয়া খান নগরে বাসায় ফিরছিলেন। পথে নিজেকে ডিবি সদস্য পরিচয় দিয়ে তাকে আটকে তল্লাশির নামে শার্ট-গেঞ্জি খুলে নেয় জাহাঙ্গীর। এরপর তল্লাশির একপর্যায়ে প্যান্টের পকেট থেকে ১১ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।’

‘এসময় হৃদয় চিৎকার দিলে স্থানীয় লোকজন জড়ো হন। টহল পুলিশও দ্রুত ঘটনাস্থলে যায়। জাহাঙ্গীরকে আটকের পর সে ছিনতাইয়ের কথা স্বীকার করে।’ আটক জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলেও জানিয়েছেন ওসি।

ছিনতাই ডিবি পরিচয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর