Monday 04 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় বজ্রপাতে কৃষকের মৃত্যু


২৪ আগস্ট ২০১৯ ১৭:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়ায় বজ্রপাতে দেলবার হোসেন (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন তার ফুফাতো ভাই মিলন হোসেন (৩২) নামের অপর এক কৃষক। শনিবার (২৪ আগস্ট) সকালে উপজেলার জালালাবাদ মাঠে কাজ করার সময় এ বজ্রপাতের ঘটনা ঘটে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর-উল গিয়াস এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত দেলবার কলারোয়া উপজেলার একড়া গ্রামের দুখে দফাদারের ছেলে ও আহত মিলন জালালাবাদ গ্রামের মান্দার মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, সকালে বৃষ্টির মধ্যে দেলবার ও মিলন দুই ভাই পাশাপাশি জমিতে আমন ধানের চারা রোপণ করছিলেন। এ সময় সেখানে আকস্মিক বজ্রপাতে দেলবার ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতন আহত হন মিলন। স্থানীয়রা মিলনকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

বিজ্ঞাপন

বজ্রপাত বজ্রপাতে নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর