Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে শ্রমিকের মৃত্যু


২৫ আগস্ট ২০১৯ ১৫:১৮

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন রাসেল টাওয়ার থেকে ইট পড়ে বাহাদুর (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি দিনমজুর হিসেবে কাজ করতেন।

রোববার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সকাল সাড়ে ১০ টার দিকে মৃত ঘোষণা করেন।

রংপুর বদরগঞ্জ উপজেলার কচুয়া পাড়া গ্রামের শমসের আলীর ছেলে বাহাদুর।

মৃতের ছেলে মো. সাকিব জানান, তিনি নির্মাণাধীন রাসেল টাওয়ারে কাজ করেন। তার বাবা বাহাদুর শনিবার (২৪ আগস্ট) গ্রাম থেকে ঢাকায় আসেন রিকশা চালানোর জন্য। ঢাকায় এসে ছেলে সাকিবের কাছে ওঠেন।

রিকশা না পেয়ে ছেলে সাকিবের সঙ্গেই রাসেল টাওয়ারে দিনমজুরের কাজ করছিলেন তিনি। এ সময় ভবনের নিচে বসে থাকা অবস্থায় ভবনের ওপর থেকে ইট পড়ে তার মাথায়।
এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ঢা‌বি রাসেল টাওয়ার


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর