Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃত্তি পেলেন ঢাবি’র দুই গবেষক


২৫ আগস্ট ২০১৯ ১৭:৩৭

ঢাবি: গবেষণা কাজের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের (কারাস) দু’জন পিএইচডি গবেষক ‘এ কে এম আব্দুল হামিদ ও বেগম সেলিমা জাহান স্মারক গবেষণা বৃত্তি’ লাভ করেছেন।

রোববার (২৫ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান উপাচার্য লাউঞ্জে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গবেষকদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

বিজ্ঞাপন

বৃত্তিপ্রাপ্ত গবেষকরা হলেন- সংগীত বিভাগের দেবাশীষ ব্যাপারী ও পপুলেশন সায়েন্স বিভাগের মো. শামীম মিয়া।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গবেষণার মান উন্নয়নে কার্যকর ভূমিকা পালনের জন্য গবেষকদের প্রতি আহ্বান জানান। তিনি প্রয়াত এ কে এম আব্দুল হামিদ ও বেগম সেলিমা জাহানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. আব্দুল বাছির, দাতা পরিবারের সদস্য অধ্যাপক এ এইচ আহমেদ কামাল, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

গবেষণা ঢাকা বিশ্ববিদ্যালয় বৃত্তি

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর