Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ড. ফরিদীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো অবৈধ: হাইকোর্ট


২৫ আগস্ট ২০১৯ ১৭:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. রুশাদ ফরিদীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে নিজ বিভাগে যোগদানে বিবাদীদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জারি রুল শুনানি শেষে রোববার (২৫ আগস্ট) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী সীমন্তী আহমেদ।

পরে জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘আদালত রুল যথাযথ ঘোষণা করেছেন। ফলে রুশাদ ফরিদীকে সিন্ডিকেটের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো অবৈধ। একইসঙ্গে তাকে ওই বিভাগে যোগদানে বিবাদীদের প্রতি নির্দেশ দিয়েছেন।’

বিজ্ঞাপন

জ্যোতির্ময় বড়ুয়া আরও জানান, বিশ্ববিদ্যালয় রেগুলেশন অনুসারে কেবল উপাচার্য বিশ্ববিদ্যালয়ের কোনো স্টাফকে তিন মাসের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠাতে পারেন। তবে যাকে ছুটিতে পাঠানো হবে সে চাইলে চ্যান্সেলরের কাছে আপিল করতে পারে। কিন্তু কাউকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর এখতিয়ার সিন্ডিকেটের নেই।

মামলা থেকে জানা যায়, ২০১৭ সালের ১২ জুলাই ঢাবি সিন্ডিকেট ড. রুশদ ফরিদীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায়। পরের দিন একটি চিঠির মাধ্যমে রেজিস্ট্রার এ বিষয়টি তাকে অবহিত করেন। চিঠিতে বলা হয়, ‘১২ জুলাই থেকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত আপনাকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হইল। বাধ্যতামূলক ছুটিকালীন সময়ে আপনাকে বিভাগীয় সকল প্রকার একাডেমিক ও প্রশাসনিক কাজ থেকে বিরত রাখা হয়েছে।’

এরপর কোন কর্তৃত্ব বলে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে তা জানতে চেয়ে ৪৮ ঘণ্টার সময় দিয়ে ১৬ জুলাই ড. ফরিদী কর্তৃপক্ষের কাছে আইনি নোটিশ পাঠান। কিন্তু নোটিশের জবাব না পাওয়ায় ওই বছরের ২০ জুলাই রিট করেন তিনি। ওই রিটের শুনানি নিয়ে ২৪ জুলাই হাইকোর্ট রুল জারি করেন। ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ এ রায় দেন।

অধ্যাপক ড. রুশদ ফরিদী অর্থনীতি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর