ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে ১০ বছর বয়সী এক মাদরাসাছাত্রকে ছাদে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে শিক্ষক মাহমুদুল হাসানকে (২৪)।
এর আগে শনিবার (২৪ আগস্ট) রাতে শিশুটির নানা বাদী হয়ে গফরগাঁও থানায় মাহমুদুল হাসানকে আসামি করে মামলা দায়ের করেন। ওই দিন রাতেই মাহমুদুলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল আহাদ খান সারাবাংলাকে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
পুলিশ জানায়, মাহমুদুল ওই শিশুটিকে ফুসলিয়ে মাদরাসার দুই তলার ছাদে নিয়ে জোরপূর্বক যৌন নির্যাতন চালায়। পরে শিশুটি বাড়িতে গিয়ে কান্নাকাটি করলে পরিবারের লোকজন বিস্তারিত জানতে পারে। পরে নানা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ও মাহমুদুলকে গ্রেফতার করা হয়।