বগুড়ায় গৃহবধুকে গলা কেটে করে হত্যা
২৬ আগস্ট ২০১৯ ১২:২৩
বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় রওশন আরা (৫৫) নামে এক গৃহবধুকে গলা কেটে করে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে।
রোববার (২৬ আগস্ট) দিনের যেকোনো সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। নিহত রওশন আরা শিবগঞ্জ উপজেলার অনন্তবালা হাতিবান্ধা এলাকার কৃষক শাহ আলমের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুই সন্তানের জননী রওশন আরার এক ছেলে মালয়েশিয়ায় থাকেন। মেয়েকে বিয়ে দিয়েছেন। রোববার বাড়িতে রওশন আরা একাই ছিলেন। তার স্বামী মাছ ধরার জন্য বাড়ির বাইরে ছিলেন। কে বা কারা তাকে গলা কেটে হত্যা করে মৃতদেহ ফেলে রেখে পালিয়ে যায়। তবে কি কারণে কারা তাকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে রোববার সন্ধ্যা সাতটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার স্বামী শাহ আলম আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। ধারণা করা হচ্ছে, এ ঘটনার সঙ্গে স্বামী শাহ আলমই জড়িত।