উড়োজাহাজ দুর্ঘটনায় মৃত্যুতে কোটি টাকা ক্ষতিপূরণ পাবে পরিবার
২৬ আগস্ট ২০১৯ ১৭:২২
ঢাকা: উড়োজাহাজ দুর্ঘটনায় কেউ মারা গেলে তার পরিবারকে এক লাখ ৬০ হাজার মার্কিন ডলার (প্রতি ডলার ৮৫ টাকা হিসাবে এক কোটি ৩৬ লাখ টাকা) ক্ষতিপূরণ দেওয়ার বিধান রেখে নতুন আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মন্ট্রিয়ল কনভেনশন অনুযায়ী এই আইনের খসড়ায় যাত্রী ও তার মালামালের সুরক্ষায় অন্যান্য ক্ষতিপূরণের পরিমাণও বাড়ানো হয়েছে। ‘অকাশপথে পরিবহন ( মন্ট্রিয়ল কনভেনশন, ১৯৯৯) আইন ২০১৯’-এর খসড়ায় ক্ষতিগ্রস্ত যাত্রীর পরিবারকে ক্ষতিপূরণ না দিলে সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষের জন্য ১০ বছরের কারাদণ্ড ও ১০০ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
আরও পড়ুন- ৩ মাসে মন্ত্রিসভার ৭ বৈঠক, ৭২ সিদ্ধান্তের ৫৯টি বাস্তবায়িত
বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তিনি বলেন, খসড়া আইনটিতে আকাশপথে যাত্রীদের সুরক্ষা ও অধিকার রক্ষায় আইনটি করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সচিব জানান, খসড়া আইনে কোনো যাত্রীর ব্যাগ হারিয়ে গেলে ৭০ ডলার ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে। তবে এই আইনের সঙ্গে বিমানের ভাড়া বাড়ার কোনো যোগসূত্র নেই বলে জানান তিনি।
হাউজ বিল্ডিং আইনের খসড়া
একই বৈঠকে নিয়মের ব্যতয় ঘটিয়ে মিথ্যা তথ্য দিয়ে ঋণ নিলে বা সহায়তা করলে ৫ বছরের কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানার বিধান রেখে ‘বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন আইন ২০১৯’-এর খসড়াতেও নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
মন্ত্রিপরিষদ সচিব জানান, ১৯৭৬ সালের রাষ্ট্রপতির আদেশে চলা অধ্যাদেশে সামান্য পরিবর্তন এনে হাউজ বিল্ডিং আইনে রূপ দেওয়া হয়েছে। আইনটিতে প্রতিষ্ঠানটির একটি কেন্দ্রীয় কার্যালয় ঢাকায় করার বিধান রাখা হয়েছে। আর পরিচালকের মেয়াদ নির্ধারণ করা হয়েছে তিন বছর। প্রতিষ্ঠানের পরিশোধিত মূলধন ১১০ কোটি টাকার পরিবর্তে ৫০০ কোটি টাকা করা হয়েছে। এছাড়া খুঁটিনাটি শব্দগত পরিবর্তন ছাড়া বাকি ধারাগুলো আগের মতোই রাখা হয়েছে।
চামড়া শিল্পের বিকাশে নীতিমালা
মন্ত্রিসভা বৈঠকে চামড়া শিল্পের বিকাশে ‘চামড়া ও চামড়াজাত পণ্য উন্নয়ন নীতিমালা ২০১৯’-এর খসড়ায় অনুমোদন দেওয়া হয়েছে। সেখানে চামড়াকে দেশের দ্বিতীয় রফতানিমুখী খাত উল্লেখ করে ২০২৪ সালের মধ্যে ৫ বিলিয়ন মার্কিন ডলার রফতানির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
সচিব জানান, চামড়া প্রক্রিয়াজাতকরণ, রফতানি, সংগ্রহ ও ঋণ সুবিধাসহ মোট ৯টি অধ্যায় রাখা হয়েছে এই নীতিমালায়। এর আওতায় শিল্পমন্ত্রীর নেতৃত্বে চামড়া ও চামড়াজাত পণ্য সংশ্লিষ্টদের নিয়ে ৪১ সদস্যের একটি পরিষদ গঠন করার কথা বলা হয়েছে। এই নীতিমালার আলোকে দেশের চামড়া শিল্পের রফতানি পরিধি বাড়বে বলে মনে করছে সরকার।
আরও দুই সিদ্ধান্ত
দুই আইন ও এক নীতিমালার খসড়া অনুমোদনের পাশাপাশি আজকের মন্ত্রিসভার বৈঠকে আরও দুইটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে বাংলাদেশ ও চেক রিপাবলিকের মধ্যে সই হওয়ার জন্য ‘দ্বৈত করারোপ পরিহার ও রাজস্ব ফাঁকি রোধ’ সংক্রান্ত এক চুক্তির খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই চুক্তি হলে দুই দেশের বাণিজ্যের ক্ষেত্রে ব্যবসায়ীদের কর দিতে হবে না। পাশাপাশি ‘প্যাটেন্ট কো-অপারেশন ট্রিটি’তে (পিসিটি) বাংলাদেশের অন্তর্ভুক্তির এক প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।
বৈঠক শুরু আগে মুক্তিযুদ্ধকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করে মন্ত্রিসভা।
১৯৯৯) আইন ২০১৯ অকাশপথে পরিবহন ( মন্ট্রিয়ল কনভেনশন উড়োজাহাজ দুর্ঘটনা ক্ষতিপূরণ বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন আইন ২০১৯ মন্ত্রিসভা হাউজ বিল্ডিং আইন