কাশ্মীর ইস্যু ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় বিষয় বলে মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সে জি-৭ সম্মেলন চলাকালে ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী মোদী এক সাক্ষাতে মিলিত হোন। এরপর এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্প তার নতুন অবস্থান জানালেন।
এর আগে গত জুলাইয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান যুক্তরাষ্ট্র সফরের সময় অবশ্য অন্য অবস্থান ছিলো ট্রাম্পের। সেসময় তিনি বলেন, কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করতে আপত্তি নেই তার। এছাড়া ইমরান খানের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প দাবি করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী তার কাছে মধ্যস্থতার জন্য আহবান জানিয়েছেন। তবে ভারত সরকার এমন দাবিকে অস্বিকার করেছিলো।
এবার ফ্রান্সে জি-৭ সম্মেলন চলার ফাকে এক সাক্ষাতে মিলিত হলেন দুই নেতা। সাক্ষাতের পর ১৯ মিনিটের এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমাদের মধ্যে কাশ্মীর ইস্যুতে কথা হয়েছে। সেখানকার পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এসময় তার দেশের অবস্থান পরিষ্কার করেন। মোদী বলেন ‘পাকিস্তানের সঙ্গে ভারতের বহু দ্বিপাক্ষিক ইস্যু আছে। যা আমরা নিজেরাই আলোচনার মাধ্যমে সমাধান করতে সক্ষম। কোনও তৃতীয় পক্ষের দরকার নেই।’