অ্যামাজনের দাবানল থামাতে ২২ মিলিয়ন মার্কিন ডলার খরচের সিদ্ধান্ত নিয়েছেন জি-৭ জোটের নেতারা। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোন এ সিদ্ধান্তের কথা জানান।
শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ এর সাতটি রাষ্ট্র এই অর্থ খরচ করবে। কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র নিয়ে জি-সেভেন গঠিত। সোমবার (২৬ আগস্ট) ফ্রান্সের সমুদ্রতীরবর্তী শহর বাইএরিতসে জলবায়ু পরিবর্তন বিষয়ক এক বৈঠকে অংশ নেন জোটটির নেতারা। এ বৈঠকের পর এমন সিদ্ধান্ত আসলো।
আরও পড়ুন- ‘পৃথিবীর ফুসফুস’ পুড়ছে
ম্যাক্রোন বলেন, ‘প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা’ দিতে এ ফান্ড গঠন করা হয়েছে। অ্যামাজনের দাবানল নেভাতে দ্রুত এই অর্থ প্রদান করা হবে। প্রাথমিকভাবে আগুন নেভানোর জন্য সেখানে বিমান প্রেরণ করা হবে।’ এছাড়া ম্যাক্রোন জানান, কয়েক ঘণ্টার ভেতর অ্যামাজনে সামরিক বাহিনীর মাধ্যমে সহায়তা দেবে তার দেশ।
এ বৈঠকে অংশ নেন চিলির প্রেসিডেন্ট সেবাস্তাইন পিনোরো। রয়টার্স জানায় বৈঠক শেষে তিনি বলেন, ‘জি-৭ দুই স্তরে কাজ করবে। প্রথমে অ্যামাজনের আগুন দ্রুত নেভাতে হবে। এ জন্য প্রচুর দমকল কর্মী ও বিশেষ পানির প্রয়োজন। এটা হবে প্রথম কাজ। দ্বিতীয় স্তর হবে অ্যামাজনকে রক্ষা করা। এই জঙ্গলের জীববৈচিত্রকে রক্ষা করতে ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন- পুড়ছে অ্যামাজন, বাড়ছে উদ্বেগ
জলবায়ু পরিবর্তন বিষয়ক এই বৈঠক চলাকালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত ছিলেন না। তবে এ ব্যাপারে ম্যাক্রোন বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিপক্ষীয় বৈঠকে ব্যস্ত থাকায় অংশ নিতে পারেননি। তবে তার টিম সেখানে উপস্থিত ছিলো। ম্যাক্রোন বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র অ্যামাজনের জীববৈচিত্র রক্ষায় আমাদের সঙ্গে রয়েছে।’
এবারের জি-৭ সম্মেলন শুরুর আগে অ্যামাজনের দাবানল নিয়ে আলোচনার প্রস্তাব করে ফ্রান্সের প্রেসিডেন্ট টুইট করলে তার বিরোধিতা করে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসনোরো। তবে সমালোচনার মুখে শুক্রবার (২৪ আগস্ট) আগুন নেভাতে ৪৪ হাজার সেনা সদস্য জঙ্গলে পাঠান ব্রাজিলের প্রেসিডেন্ট। এছাড়া বলিভিয়া আগুন নেভাতে যুদ্ধবিমান ব্যবহার করে পানি সরবরাহ করছে অ্যামাজনে।
আরও পড়ুন- অ্যামাজনের আগুন ঠেকাতে সেনা পাঠাচ্ছে ব্রাজিল
অ্যামাজন জঙ্গল দক্ষিণ অ্যামেরিকার কয়েকটি দেশের অংশে অবস্থিত হলেও এর তিন ভাগের দুই ভাগ ব্রাজিলে অবস্থিত। চিরহরিৎ জঙ্গলটি পৃথিবীর ২০ ভাগ অক্সিজেন উৎপাদন করে। এছাড়া জঙ্গলটি ত্রিশ লাখ জাতের উদ্ভিদের আবাসস্থল। এবং দশ লাখ অধিবাসীও বাস করেন জঙ্গলে।