ড্রাইভিং লাইসেন্স: চট্টগ্রামে স্থায়ী-বদলি ২ বাসচালকের কারাদণ্ড
২৬ আগস্ট ২০১৯ ২১:৫৭
চট্টগ্রাম ব্যুরো: ড্রাইভিং লাইসেন্স ছাড়া বাস চালানোর অপরাধে একজনকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাকে বাস চালাতে দেওয়ার অপরাধে স্থায়ী চালককেও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) চট্টগ্রাম নগরীর টাইগার পাস মোড়ে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চালিয়েছেন বিআরটিএ, চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক।
দণ্ডিত দু’জন হলেন— মো. সুমন (২০) ও জাহেদুল ইসলাম (২২)।
বিআরটিএ’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নগরীর ৬ নম্বর রুটের একটি বাসকে টাইগার পাস মোড়ে থামানো হয়। লক্করঝক্কর বাসটি চালাচ্ছিল সুমন। তল্লাশি করে তার কাছে কোনো ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়নি। বাসটির স্থায়ী চালক জাহেদুল। সে সুমনকে বাসটি চালাতে দিয়েছিল। দু’জনকে কারাদণ্ডের পাশাপাশি ফিটনেসবিহীন বাসটি জব্দ করা হয়েছে।
এছাড়া নগরীর ১১ নম্বর রুটের দুইটি বাস ও আরও ১০টি বিভিন্ন গণপরিবহনকে বিভিন্ন অভিযোগে মোট ৪০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।