Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নকল ইনো ও ওরস্যালাইন কারখানা সিলগালা, মেশিন জব্দ


২৭ আগস্ট ২০১৯ ০৩:০০ | আপডেট: ২৭ আগস্ট ২০১৯ ০২:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জি গ্রামে ভারতীয় ইনোর অবিকল নকল হজমি ও ওরস্যালাইন তৈরির কাঁচামালসহ কারখানার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই কারখানাটি সিলগালা করা হয়।

সোমবার (২৬ আগস্ট) বিকেলে ওই গ্রামে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ অভিযান পরিচালনা করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাজিবুল আলম।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাজিবুল আলম জানান, জয়পুরহাট সদর উপজেলার মাগণীপাড়া শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুলের ৮ জন ৩য় শ্রেণীর শিক্ষার্থী এক সপ্তাহ আগে ফেরিওয়ালার কাছ থেকে ভারতীয় হজমের ইনো মনে করে প্যাকেট কেনে। এরপর প্যাকেটে থাকা পাউডারগুলো পানিতে মিশিয়ে পান করে। পরে ক্লাস শুরু হলে তারা পেটে ব্যথা অনুভব করে। এ সময় গুরুতর অসুস্থ অবস্থায় স্কুলের শিক্ষকরা তাদের দ্রুত জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করায়।

বিজ্ঞাপন

পরে জানা যায়, ধরঞ্জিতে একটি বাড়িতে এই নকল ইনো ও ওরস্যালাইন কারখানা রয়েছে। সেখান থেকে ফেরিওয়ালাদের মাধ্যমে তা বিক্রয় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় অপরাধীদের কাউকে পাওয়া না গেলেও কাঁচামালসহ মেশিনপত্র জব্দ কর হয়। তবে এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়েজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

অভিযানকালে ওই কারখানা থেকে নকল ইনো ও স্যালাইন তৈরির তিনটি মেশিন,  ৩০ কার্টন ইনু পাউডার, ৩০ কার্টন স্যালাইন, ৮ বস্তুা ইনো পাউডারের প্যাকেট ও স্যালাইন তৈরির বিভিন্ন প্রকার লেভেল, ভারতীয় লবণ ৭ কেজি, বেকিং সোডা ১০ বস্তুাসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট কারখানাটি সিলগালা করে দেন।

ইনো কারখানা জয়পুরহাট নকল কারখানা