Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৫ আগস্ট ঘাতকরা বাংলাদেশকে হত্যা করতে চেয়েছিল: দীপু মনি


২৭ আগস্ট ২০১৯ ০৪:০০

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি [ফাইল ছবি]

ঢাকা: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ১৫ ই আগস্টের হত্যাকাণ্ড শুধুমাত্র একজন রাষ্ট্র প্রধানকে হত্যা বা কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড ছিল না, এটা ছিল সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশ নামক রাষ্ট্রকে হত্যা করার একটি ষড়যন্ত্র। এটি ছিল বাংলাদেশ নামক রাষ্ট্রকে মুছে দিয়ে আবার পাকিস্তানের অংশ বানানোর ষড়যন্ত্র।

শিক্ষামন্ত্রী দীপু মনি সোমবার (২৬ আগস্ট) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

বিজ্ঞাপন

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ।

তার আগে মন্ত্রী জাতীয় শোক দিবস উপলক্ষে শহীদদের স্মরণে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ অভিযানের অংশ হিসেবে রাজধানীর বেইলী রোডে সিদ্ধেশ্বরী গার্লস স্কুলে লিচু গাছের চারা রোপণ করা হয়।

মন্ত্রী বলেন, ‘হত্যাকারীরা ভেবেছিল তারা একটি রাষ্ট্র ও একটি আদর্শকে হত্যা করবে কিন্ত তারা ব্যর্থ হয়েছে। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের কেউ কেউ এখনও চিহ্নিত নয়। তাদের খুঁজে বের করতে একটি কমিশন গঠন করতে হবে। ১৫ আগস্ট ও ২১ আগস্ট একই ষড়যন্ত্রের অংশ বলেও মনে করেন শিক্ষামন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, ‘১৫ আগষ্ট শোক পালনের পাশাপাশি শপথ নেয়ার দিন। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার দিন। ষড়যন্ত্রকারীদের বিষয়ে সচেতন থাকতে হবে। তারা এখনও ছোবল মারার জন্য ঘাপটি মেরে আছে।’

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাধারণ বাঙালি ছিলেন উল্লেখ করে দীপু মনি বলেন, ‘দেশের প্রতি বঙ্গবন্ধুর ছিল অসামান্য ভালবাসা। যতদিন পদ্মা মেঘনা দিয়ে জল প্রবাহিত হবে তত দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মাটিতে জীবিত থাকবেন। তাকে মুছে ফেলার অনেক ষড়যন্ত্র হয়েছে এবং ব্যর্থ হয়েছে। তার ৭ মার্চের ভাষণ আজ বিশ্ব ঐতিহ্যের অংশ।’

১৫ আগস্ট শোক দিবস দীপু মনি শিক্ষামন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর