Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লন্ডনে বাংলাদেশ দূতাবাসে বিএনপির হামলা, আটক ১


৮ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৪১

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে দলটির যুক্তরাজ্য শাখার নেতা-কর্মীরা লন্ডনের বাংলাদেশ দূতাবাসে হামলা ও ভাঙচুর করেছে। লন্ডনের স্থানীয় সময় গত বুধবার বিকেলে এই ঘটনা ঘটে। হামলা ও ভাঙ্চুরের ঘটনায় লন্ডন বিএনপি শাখার একজন কর্মীকে আটক করেছে যুক্তরাজ্য পুলিশ। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বৃহস্পতিবার এই তথ্য জানান।

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘বিদেশের মাটিতে দূতাবাসগুলো বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। বিদেশে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের ভাঙচুর ও আক্রমণের ঘটনা খুবই দুঃখজনক। এতে দেশের সম্মান বাড়ে না।’

পররাষ্ট্রমন্ত্রী জানান, লন্ডনের বাংলাদেশ দূতাবাসে বিএনপি নেতা-কর্মীরা হঠাৎ জোর করে আক্রমণ করে। ওই সময় তারা দূতাবাসের জানালা, আসবাবপত্র সহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর করে। এই ঘটনায় যুক্তরাজ্য পুলিশ ওই দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। এরই মধ্যে একজনকে আটক করেছে পুলিশ।

সারাবাংলা/জেআইএল/টিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর