বরিশাল: গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ৬ জেলার বিভিন্ন হাসপাতালে নতুন ১০৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। বরিশালের স্বাস্থ্য বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী সোমবার (২৬ আগস্ট) সকাল ১০টা থেকে মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ১০ টা পর্যন্ত এই ১০৩ জন রোগী হাসপাতালগুলোতে ভর্তি হয়।
এরমধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি হয়েছে ৪১ জন। বরিশাল জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয়জন, পটুয়াখালী জেলায় ১৪ জন, ভোলায় ১৪ জন, পিরোজপুরে ১২জন, বরগুনায় ৯ জন ও ঝালকাঠিতে ৪ জন নতুন রোগী ভর্তি হয়েছে। আর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৪২ জন।
বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে সর্বমোট ৩৬৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এখন পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৭৩৮ জন ডেঙ্গু রোগে আক্রান্ত চিকিৎসা নিয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৩ হাজার ৩৭২জন।
এই বিভাগে ডেঙ্গু জ্বরে মৃত্যুর সংখ্যা ১১জন। এদের মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ছয়জন, বরগুনায় দুইজন, পিরোজপুরে একজন ও বরিশালে দুইজন।
বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মো. আবদুর রহিম সারাবাংলাকে বলেন, ‘মধ্য জুলাই থেকে শুরু হওয়া ডেঙ্গু মৌসুমে আক্রান্ত রোগীর সংখ্যা বর্তমানে অনেকটাই কমে এসেছে। আমরা চিকিৎসকরা হাসপাতালগুলোতে যথেষ্ট তৎপরতার সাথে রোগীদের সেবা দিয়ে সুস্থ করে তুলতে সক্ষম হয়েছি। এছাড়া সাধারণ জনগণ এখন ডেঙ্গুর ব্যাপারে সোচ্চার হওয়ায় ডেঙ্গুতে আক্রান্তের পরিমাণ কমে গেছে।’
সাধারণ মানুষের সচেতন হলে এই রোগ অচিরেই আরো কমে আসবে বলে আশা প্রকাশ করেন এই চিকিৎসক।