Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু: সুস্থ ৯২ শতাংশ, হাসপাতালে ভর্তি ৫৩২২ জন, মৃত ৫২


২৭ আগস্ট ২০১৯ ১৯:৫৯ | আপডেট: ২৭ আগস্ট ২০১৯ ২০:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: চলতি বছরের ২৭ আগস্ট পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৬৬ হাজার ৬৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৬০ হাজার ৫৬৯ জন। অর্থাৎ প্রায় ৯২ শতাংশ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর বর্তমানে চিকিৎসাধীন আছেন ৫ হাজার ৩২২ জন রোগী। বাকি ১৭৩ জনের মৃত্যু হলেও এদের মধ্যে ৫২ জন ডেঙ্গুতেই মারা গেছেন বলে নিশ্চিত হয়েছে স্বাস্থ্য অধিদফতর।

মঙ্গলবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার এসব তথ্য জানান। এছাড়া সোমবার (২৬ আগস্ট) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে ১ হাজার ২৯৯ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

ডা. আয়শা আক্তার জানান, ২৪ ঘণ্টায় ঢাকা শহরে ৬০৮ জন এবং ঢাকার বাইরে ৬৯১ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৯৯৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২ হাজার ৩২৩ জন রোগী।

এদিকে চলতি বছর সরকারি হিসেবে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বমোট মৃত্যুর সংখ্যা বলা হয়েছে ৫২ জন। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ৮৮টি সম্ভাব্য মৃত্যু পর্যালোচনা করে এই ৫২ জনের ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সাবরিনা ফ্লোরা জানান, ২০১৯ সালে এখন পর্যন্ত আমাদের কাছে সম্ভাব্য ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ১৭৩ টি মৃত্যুর ঘটনা এসেছে। এর মধ্যে ডেঙ্গুতে মৃত্যু পর্যালোচনা কমিটি ৮৮টি মৃত্যু পর্যালোচনা করেছে। তার মধ্যে ৫২ জনের ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ১০৮ জন, এসএমসি ও মিটফোর্ড হাসপাতালে ৮৮ জন, ঢাকা শিশু হাসপাতালে ১২ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৪৭ জন ভর্তি হয়েছেন।

এছাড়াও বিএসএমএমইউতে ৩৮ জন, রাজারবাগ পুলিশ হাসপাতালে ১৩ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৭৪ জন, পিলখানা বিজিবি হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৫ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫৪ জন রোগী, নিটোরে ৫ জন ও কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ৪ জন রোগী ভর্তি হয়েছেন।

ঢাকা শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালেও নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৪৬ জন রোগী। এদের মধ্যে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ১৮ জন, বারডেম হাসপাতালে ৩ জন, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, ধানমন্ডি ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, স্কয়ার হাসপাতালে ৮ জন, কমফোর্ট নার্সিংয়ে ২ জন, মিরপুর ডেল্টা মেডিকেল কলেজে ১০ জন, ল্যাব এইড হাসপাতালে ১ জন, সেন্ট্রাল হাসপাতালে ১১ জন, হেলথ এন্ড হোপ হাসপাতালে ২ জন, কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ৬ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।

এছাড়াও খিদমা জেনারেল হাসপাতালে ২ জন, ইউনাইটেড হাসপাতালে ৫ জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, অ্যাপোলো হাসপাতালে ৭ জন, আদ-দ্বিন মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, আজগর আলী হাসপাতালে ১০ জন, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ১ জন, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, সালাউদ্দিন হাসপাতালে ৫ জন, পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ৪ জন ও আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন ভর্তি হয়েছেন।

পাশাপাশি ঢাকা বিভাগের জেলা শহরগুলোতে ১৬৯ জন, চট্টগ্রাম বিভাগে ১০৮ জন ও খুলনা বিভাগে ১৮২ জন, রংপুর বিভাগে ২১ জন, রাজশাহী বিভাগে ৭৬ জন, বরিশাল বিভাগে ১০২ জন, সিলেট বিভাগে ১৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আইইডিসিআর ডেঙ্গু স্বাস্থ্য অধিদফতর স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম

বিজ্ঞাপন

ডেমরায় হেলে পড়েছে বহুতল ভবন
২৭ জুলাই ২০২৫ ১৭:০৪

আরো

সম্পর্কিত খবর