মঠবাড়িয়া (পিরোজপুর): পিরোজপুরের মঠববাড়িয়ায় নিজের মৃত ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন।
দণ্ড পাওয়া ব্যক্তির নাম বাবুল হাওলাদার ওরফে কালা (২৮)। তবে তিনি পলাতক।
মামলার বিবারণ থেকে জানা যায়, উপজেলার একটি গ্রামের ধর্ষণের শিকার ওই নারী স্বামীর মৃত্যুর পর তার ৬ বছর বয়সী সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। ২০১০ সালের ১৭ আগস্ট রাত ১২টার দিকে দেবর বাবুল তার মুখে গামছা ঢুকিয়ে দিয়ে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। বিষয়টি আরেক দেবর ও শাশুড়িকে জানালে তারা বাবুলকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন। এতে বাবুল বিষয়টি স্বীকার করে ও পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ওই নারীকে বিয়ে করতে রাজি হয়। তবে কৌশলে প্রতারণা করে স্থানীয় কালী মন্দিরে কেবল মালাবদল করে বিয়ে করে। ২০১১ সালের ৮ মার্চ পর্যন্ত এই বিয়ে অনুযায়ীই তারা স্বামী-স্ত্রী হিসাবে বসবাস করেন। এরপর ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এই খবর জানার তাকে স্ত্রী হিসেবে অস্বীকার করে আরেক নারীকে বিয়ে করেন বাবুল। পরে নির্যাতিতা ওই নারী ২০১১ সালের ২৩ মার্চ মঠবাড়িয়া থানায় ধর্ষণের মামলা দায়ের করেন।