Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ‘রণজিৎ রক্ষিত স্মৃতি আবৃত্তি’ প্রতিযোগিতা ১৮ অক্টোবর


২৮ আগস্ট ২০১৯ ০৩:৩০ | আপডেট: ২৮ আগস্ট ২০১৯ ০১:৩৬

চট্টগ্রাম ব্যুরো : খ্যাতিমান আবৃত্তিশিল্পী ‘রণজিৎ রক্ষিত স্মৃতি আবৃত্তি’ প্রতিযোগিতার আয়োজন করেছে চট্টগ্রামের বোধন আবৃত্তি পরিষদ ও বোধন আবৃত্তি স্কুল। ১৮ অক্টোবর সকাল ৯টায় চট্টগ্রাম নগরীর মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলে এই প্রতিযোগিতা হবে।

বোধনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চারটি বিভাগে প্রতিযোগীদের ভাগ করে মুক্তিযুদ্ধ, দেশ ও প্রেম- এই তিনটি বিষয়ে প্রতিযোগিতা হবে।

বিজ্ঞাপন

প্রতিযোগিতার জন্য ফরম পাওয়া যাচ্ছে- চট্টগ্রাম নগরীর চেরাগি পাহাড়ে বুকমার্ক ও নন্দন, নিউমার্কেট মোড়ে গাউছিয়া ফটোস্ট্যাট, চকবাজারে অজন্তা বুক হাউজ, কমার্স কলেজের সামনে রুমি ফটোস্ট্যাট, জেলা শিল্পকলা একাডেমিতে আলমের দোকান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামনে ভাগিনার দোকান এবং শুধু শুক্রবারে মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলে। ফরম জমা দেওয়ার শেষ সময় ১৬ অক্টোবর।

এছাড়া অনলাইনেও (forms.gle/nT5H8jietok3u69Y7) আবেদন করা যাবে। অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৭ অক্টোবর।

প্রতিযোগিতার বিষয়ে তথ্য পেতে ০১৮১৭৭১৯০১৭, ০১৮১৯৩৩২৪৫৪, ০১৭১৮০০৪০৩৩, ০১৮১৫৬৪৭৯৪৯ নম্বরে যোগাযোগের জন্য বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

আবৃত্তি চট্টগ্রাম রণজিৎ রক্ষিত শিল্পী রক্ষিত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর