ঢাবিতে ৪ দিনব্যাপী বঙ্গবন্ধু বইমেলা শুরু
২৮ আগস্ট ২০১৯ ১৫:১৯
ঢাবি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা বিভিন্ন বই নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী ‘বঙ্গবন্ধু বইমেলা’র আয়োজন করা হয়েছে। ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ডাকসু সাহিত্য মঞ্চ জাতীয় শোক দিবস উপলক্ষে এ মেলার আয়োজন করেছে।
বুধবার (২৮ আগস্ট) সকাল ১১ টায় ডাকসু সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বইমেলার উদ্বোধন করেন। শনিবার (৩১ আগস্ট) পর্যন্ত এই মেলা চলবে।
উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মো. আরিফ হোসেন ছোটন, অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম প্রমুখ।
উদ্বোধনী বক্তব্যে শাহাব উদ্দিন বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শের মৃত্যু নেই। আর সে কারণেই এই বইমেলার আয়োজন করা হয়েছে। বইমেলার মাধ্যমে আমরা জানতে পারব, বঙ্গবন্ধু সারাজীবন এই দেশের মানুষের জন্য কষ্ট করেছেন। পাকিস্তানের ২৩ বছরের মধ্যে ১৩ বছর কারাবরণ করেছেন। ‘৫২ -এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ‘৭১-এর মুক্তিযুদ্ধ পর্যন্ত বঙ্গবন্ধুর যে ত্যাগের ইতিহাস তা জানতে পারব। এবং বঙ্গবন্ধু নেতৃত্বের মাধ্যমে এদেশের মানুষকে যেভাবে ঐক্যবদ্ধ করেছিলেন- তার সব ইতিহাস আমরা জানতে পারব।’
তিনি আরও বলেন, ‘হাজারও জিয়া বা মোশতাক ছিল; যাদের সাহস ছিল না বঙ্গবন্ধুর পর্যায়ে উঠে এসে মানুষের সামনে, কামান-গুলির সামনে দাঁড়িয়ে স্বাধীনতার ডাক দেওয়ার।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাকসুর জিএস ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, ডাকসুর এজিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন, ডাকসুর সাহিত্য সম্পাদক মাজহারুল কবির শয়ন, ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ তানভীর, সদস্য রাকিবুল হাসান, রাকিবুল ইসলাম ঐতিহ্য, তানভীর হাসান সৈকত, মাহমুদুল হাসান, রাইসা নাসের, সাবরিনা ইতি ও তিলোত্তমা শিকদার প্রমুখ।